Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরপুর সমতল পাহাড় বেষ্টিত বোয়ালখালী উপজেলা। কর্ণফূলী নদীর উত্তর পশ্চিমে অবস্থিত। ইহা হযরত বোয়ালী কালন্দর শাহ (রা:) নামানুসারে ১৯১০ সালের ২৯ আগষ্ট উপজেলা হিসেবে যাত্রা শুরু করে। এই উপজেলার আয়তন ১৩৭.২৭ বর্গ কি: মি: (৫৩ বর্গ মাইল)। লোকসংখ্যা প্রায় ২,৪৯,৩৪১ জন যার শিক্ষিতের হার শতকরা ৭৬ ভাগ। চট্টগ্রাম শহর থেকে প্রায় ১৫ কি: মি: দুরুত্বে এই উপজেলার অবস্থান। সদর উপজেলার অতি সন্নিকটে নয়নাভিরাম সৌন্দর্যে পরিবেষ্টিত ৫০ শয্যা বিশিষ্ট বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাড়িঁযে আছে, যার মূল উদ্দেশ্য- ‘স্বাস্থ্য সেবা প্রদান’। উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সখানা  উপজেলা পরিষদ হতে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। ইহার বিপরীত দিকে জব্বার মার্কেট ও খাজা মার্কেট এবং পশ্চিম দিকে উপজেলা মাসজিদ অবস্থিত । কমপ্লেক্সের ভিতরে নয়াভিরাম বাগান এবং সুবিশাল মৎস পুকুর রয়েছে। ১৯৬৫ সালে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০০৯ইং সালে ৫০ শয্যা বিশিষ্ট বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়।